৯০ দিনের মধ্যে অবৈধদের সৌদি ছাড়তে হবে

৯০ দিনের মধ্যে অবৈধদের সৌদি ছাড়তে হবে

কোনো দণ্ড ছাড়াই আবাসন ও শ্রম আইন ভঙ্গকারীদের সৌদি ছাড়তে ৯০ দিনের সময় বেঁধে দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব। রোববার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ‘এ নেশন উইদাউট ভায়োলেশন’ কর্মসূচির পর এ ঘোষণা দেয়া হয়েছে।

সৌদি উপ-প্রধানমন্ত্রী ও যুবরাজ মোহাম্মদ বিন নায়েফ আইনভঙ্গকারীদেরকে ৯০ দিনের ক্ষমার সুযোগের সদ্ব্যবহারের আহ্বান জানিয়েছেন। আগামী ২৯ মার্চ থেকে এই ঘোষণা কার্যকর শুরু হবে।

তিনি বলেছেন, বসবাসের অনুমতি ছাড়া অবস্থান, কাজ করা এবং অবৈধ অনুপ্রবেশকারীরা এই ক্ষমার সুযোগ নিয়ে সৌদি ত্যাগ করতে পারবেন।

নির্দিষ্ট সময়ের মধ্যে যারা দেশ করতে ইচ্ছুক তাদের জন্য সব ধরনের পদ্ধতি সহজ করতে কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন সৌদি এই উপ-যুবরাজ। এছাড়া অবৈধদের ওপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞাও তুলে নেয়া হবে বলে জানিয়েছেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল মনসুর আল-তুর্ক বলেছেন, ১৯ সরকারি সংস্থা এই কর্মসূচি বাস্তবায়ন করবে। অন্যান্য ভিসার মেয়াদ শেষ ও হজ, ওমরাহ সম্পন্নের পর যারা এখনো দেশটিতে রয়েছেন তাদের জন্য এই সাধারণ ক্ষমার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

দেশটির পাসপোর্ট ও অভিবাসন বিভাগের পরিচালকের দফতর আইনভঙ্গকারীদের দেশে ফেরত পাঠাতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে।

আন্তর্জাতিক