ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় রাশিয়ার সঙ্গে যোগসাজশের প্রমাণ মেলেনি

ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় রাশিয়ার সঙ্গে যোগসাজশের প্রমাণ মেলেনি

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্য সংক্রান্ত একটি কংগ্রেসনাল কমিটির চেয়ারম্যান রোববার বলেছেন, ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাচনী প্রচারণার সঙ্গে রাশিয়ার যোগসাজশের কোন প্রমাণ মেলেনি।
হাউজ ইন্টেলেজিন্স কমিটির প্রধান ডেভিন নিউনেস রোববার ফক্স নিউজ টেলিভিশন অনুষ্ঠানে বলেন, ‘আজ সকাল পর্যন্ত আমি যা কিছু পেয়েছি তাতে যোগসাজশের কোনো প্রমাণ নেই।’
আগামীকাল তার প্যানেলের সামনে এফবিআই পরিচালক জেমস কোম্বলির হাজির হওয়ার কথা রয়েছে। তার আগে তিনি এ মন্তব্য করলেন।
যুক্তরাষ্ট্রের আইন প্রণেতারা রাশিয়ার সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য যোগাযোগ সম্পর্কিত প্রশ্নের উত্তর জানতে চান। এ প্রেক্ষাপটে এফবিআই’র পরিচালক জেমস কোম্বলি কংগ্রেসনাল কমিটির মুখোমুখি হতে যাচ্ছেন।

আন্তর্জাতিক