আমাকে আরেকবার সুযোগ দিন: এরশাদ

আমাকে আরেকবার সুযোগ দিন: এরশাদ

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, আগামী নির্বাচন আমার জীবনের শেষ নির্বাচন। ঢাকাবাসীর জন্য যদি কোনো কাজ করে থাকি তাহলে আমাকে আরেকবার সুযোগ দিন।

বৃহস্পতিবার রাত সাড়ে আটটায় রাজধানীর শান্তিবাগ উচ্চ বিদ্যালয়ের মাঠে মতিঝিল থানা আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এরশাদ বলেন, ‘এদেশের মানুষ এই দুই নারীকে আর ক্ষমতায় দেখতে চায় না। তারা ২০ বছর ঘুরে ফিরে ক্ষমতায় এসে মানুষকে কিছুই দিতে পারেননি। তারা দেশকে আরও পিছিয়ে দিয়েছেন। জিনিসপত্রের দাম বাড়ছে, মানুষের জীবনের মূল্য কমছে। পানির অভাবে মানুষ মারা যাচ্ছে, তার খোঁজ কেউ নেয় না। আমার নয় বছর শাসনামলে মানুষ সুখে ছিল। আবার যদি সুখে থাকতে চান জাতীয় পার্টিকে আবার ক্ষমতায় নিতে হবে। দেশের উন্নয়নের জন্য জাতীয় পার্টির বিকল্প নেই।’

আগামী সংসদ নির্বাচনে এককভাবে নির্বাচনের ঘোষণা দিয়ে এরশাদ বলেন, ‘ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) নির্বাচনে বিজয়ের মাধ্যমে জয়ের শুভ সূচনা করতে হবে।’

ডিসিসি দক্ষিণের জাতীয় পার্টির সমর্থিত প্রার্থী কাজী ফিরোজ রশিদের পক্ষে ভোট চেয়ে তিনি বলেন, ‘তার মতো যোগ্য প্রার্থী আর কেউ নেই। তাকে নির্বাচিত করলে ঢাকার সব সমস্যা সমাধান হবে।’

মতিঝিল থানার জাতীয় পার্টির সভাপতি শেখ নেয়ামত উল্লা নবুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমীন হাওলাদার, কাজী ফিরোজ রশিদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক দেলোয়ার হোসেন খান, এ এস এম আলম, এস এম আব্দুল মান্নান খান প্রমুখ।

রাজনীতি