আগের দিনই টেস্ট ক্যারিয়ারের ১১তম সেঞ্চুরি তুলে নিয়েছিলেন। তৃতীয় দিন শেষে অপরাজিত ছিলেন ১৩০ রানে। আজ সেই সেঞ্চুরিকে রূপ দিলেন ডাবলে। রাঁচি টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০২ রানের মহাকাব্যিক এক ইনিংস খেলেছেন চেতেশ্বর পুজারা।
নাথান লায়নের বলে গ্লেন ম্যাক্সওয়েলের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন পুজারা। বিদায়ের আগে ৫২৫ বল মোকাবেলা করেছেন। ২১টি চারের সাহায্যে পুজারা তুলে নিয়েছেন টেস্ট ক্যারিয়ারের তৃতীয় ডাবল সেঞ্চুরি।
এর আগে ২০১২ সালে ইংল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মতো দ্বি-শতকের দেখা পেয়েছিলেন পুজারা। সেবার খেলেছিলেন অপরাজিত ২০৬ রানের ইনিংস। এর পরের বছর (২০১৩) অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ডাবল সেঞ্চুরি করেন পুজারা। হায়দরাবাদ টেস্টে করেছিলেন ২০৪ রান।
পুজারার ব্যাটে ভর করে অস্ট্রেলিয়াকে জবাব দিল ভারত। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া তুলেছিল ৪৫১ রান। জবাবে ভারত তুলেছে ৮ উইকেটে ৫৫৫ রান (এই রিপোর্ট লেখা পর্যন্ত)। বিরাট কোহলির টিম ইন্ডিয়া ইতোমধ্যে লিড নিয়েছে ১০৪ রান। ভারতের পক্ষে সেঞ্চুরি করেছেন ঋদ্ধিমান সাহা; খেলেছেন ১১৭ রানের ইনিংস।