ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) এলাকার ১০৯টি ঝুকিপূর্ণ ভবন ভাঙার কাজ শুরু হয়েছে। রোববার দুপুরে নগরীর ‘ঝুঁকিপুর্ণ ভবন’ অপসারণের অংশ হিসেবে ধলপুর ক্লিনার কলোনিতে ক্লিনারদের একটি ভবন ভাঙা শুরু হয়। এ সময় ডিএসসিসির মেয়র মোহাম্মদ সাঈদ খোকন উপস্থিত ছিলেন।
সাঈদ খোকন সাংবাদিকদের জানান, আগামী ৩ থেকে ৬ মাসের মধ্যে অন্য ভবনগুলো ভেঙে ফেলা হবে।
তিনি বলেন, নির্বাচিত মেয়র হিসেবে এ এলাকার জনগণের জানমালের নিরাপত্তা জরুরি। সরকারি ও বেসরকারি এ ভবনগুলো (১০৯টি) দ্রুত সময়ের মধ্যে অপসারণের নির্দেশ দেয়া হয়েছে। তাই আগামীতিন থেকে ছয় মাসের মধ্যে বনলতা ও নিউ সুপার মার্কেটসহ ঝুঁকিপূর্ণ ভবনগুলো অপসারণের নির্দেশদেয়া হয়েছে। সে মোতাবেক আজ থেকে কাজ শুরু হলো।