নাটোরে ইজিবাইক চালকদের থানা ঘেরাও

নাটোরে ইজিবাইক চালকদের থানা ঘেরাও

নাটোরে ইজিবাইক (ব্যাটারিচালিত অটোরিকশা) থেকে অবৈধভাবে চাঁদা তোলার প্রতিবাদে মিছিল করে থানা ঘেরাও করেছেন চালকরা।

রোববার দুপুরে শহরের হাফ রাস্তা এলাকা থেকে অবৈধ চাঁদার প্রতিবাদে মিছিল বের করেন তারা। পরে মিছিল নিয়ে নাটোর সদর থানা ঘেরাও করেন।

এসময় ইজিবাইক চালকরা অভিযোগ করে বলেন, পৌরশহরের মধ্যে তিন হাজার ইজিবাইক চলাচল করে। এসব ইজিবাইক থেকে নাটোর সদর থানা অটোরিকশা চালক-মালিক সমিতির সভাপতি নান্নু শেখ এবং সাধারণ সম্পাদক আব্দুর রহিম শহরের বিভিন্ন স্পটে লোকজন দিয়ে অবৈধভাবে প্রতি মাসে দুইশ টাকা করে চাঁদা আদায় করে।

এছাড়া সংগঠনে ভর্তির নাম করে দুই থেকে আড়াই হাজার টাকা আদায় করা হয়।অনেক সময় চাঁদা না দিলে সংগঠনের লোকজনের হাতে মারধরের শিকারও হন চালকরা। এই অবস্থায় বিক্ষুদ্ধ ইজিবাইক চালকরা অবৈধ চাঁদার হাত থেকে বাঁচার দাবি জানান।

Natore

এসময় নাটোর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান চাঁদাবাজ সংগঠন এবং চাঁদাবাজদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।

ওসি মশিউর রহমান বলেন, বিক্ষুদ্ধ ইজিবাইক চালকরা থানায় লিখিত অভিযোগ করলে চাঁদাবাজদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

জেলা সংবাদ