সৌম্য-ইমরুলের দ্রুত বিদায়

সৌম্য-ইমরুলের দ্রুত বিদায়

দিনের খেলা বাকি ৭৪ ওভার। লক্ষ্যটা ১৯১ রান। ওভার প্রতি আড়াইয়ের সামান্য উপরে। তবে বাংলাদেশি ক্রিকেটাররা ভেবেছিলেন রান রেট বুঝি ছয় ছাড়িয়ে। তাই শুরু থেকেই আগ্রাসী ভঙ্গিতেই নেমেছেন টাইগাররা। টানা দুই বলে দুই উইকেট হারিয়ে বড় চাপে এখন বাংলাদেশ।

শ্রীলঙ্কান অধিনায়ক রঙ্গনা হেরাথের করা দিনের অষ্টম ওভারের পঞ্চম বলে এগিয়ে এসে ছক্কা হাঁকাতে গিয়েছিলেন সৌম্য সরকার। তবে ঠিকভাবে সংযোগ করতে না পারায় শূন্যে উঠে যায় বল। লং অফে তার সহজ ক্যাচ লুফে নিতে কোন ভুল করেননি উপুল থারাঙ্গা।

সৌম্যর বিদায়ের পর উইকেটে নেমে প্রথম বলেই উইকেট বিলিয়ে আসেন মুমিনুলের পরিবর্তে এ টেস্টে খেলতে নামা ইমরুল কায়েস। অফ স্ট্যাম্পের অনেক বাইরে থাকা হেরাথের কুইকার বল অযথাই খোঁচা মারতে গিয়ে গুনারাত্নের হাতে ধরা পড়েন ইমরুল।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ দলের সংগ্রহ ২ উইকেটে ২৫ রান। ১৪ রান নিয়ে উইকেটে আছেন তামিম ইকবাল। নতুন ব্যাটসম্যান হিসেবে মাঠে নেমেছেন সাব্বির রহমান।

এর আগে আগের দিনের ৮ উইকেটে ২৬৮ রান নিয়ে ব্যাটিং করতে নামে শ্রীলঙ্কা। রোববার সকালে বাংলাদেশের হতাশ বাড়িয়ে শেষ ২ উইকেট হারিয়ে আরও ৫১ রান যোগ করে দলটি। ফলে ১৯১ রানের লড়াকু লক্ষ্যই পায় টাইগাররা।

খেলাধূলা