কিশোরগঞ্জের হোসেনপুর বাজারে ভয়াবহ আগুনে পুড়ে গেছে ২৫টি ব্যবসা প্রতিষ্ঠান ও বসতবাড়ি। আগুনে অন্তত ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের।
ব্যবসায়ী ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে হোসেনপুর বাজারের একটি তুলার দোকান থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। প্রবল বাতাস থাকায় আগুন দ্রুত আশপাশে ছড়িয়ে পড়ে।
পাশে পেট্রল ও গ্যাস সিলিন্ডারের দোকান থাকায় আগুনের ভয়াবহতা বেড়ে যায়। তবে আগুন লাগার সঠিক কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
খবর পেয়ে কিশোরগঞ্জ, ভৈরব, কটিয়াদী ও ময়মনসিংহের গফরগাঁও থেকে আসা ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট দীর্ঘ আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
গফরগাও ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মোহাম্মদ আলী জানান, আগুন বর্তমানে নিয়ন্ত্রণে। এখন আমরা ক্ষয়ক্ষতি নিরূপণের চেষ্টা করছি।
এদিকে, অগ্নিকাণ্ডের খবর পেয়ে কিশোরগঞ্জের জেলা প্রশাসক মো. আজিমুদ্দিন বিশ্বাস, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. মো. জিল্লুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক তরফদার আক্তার জামিন, কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ, হোসেনপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জহিরুল ইসলাম কিশোরগঞ্জের জেলা প্রশাসক মো. আজিমুদ্দিন বিশ্বাস ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
জেলা প্রশাসক প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্ত প্রত্যেককে ৫ হাজার টাকা ও ২ বান্ডেল টিন এবং ২০ কেজি করে চাল দেয়ার ঘোষণা দেন।
এছাড়া হোসেনপুর উপজেলা পরিষদের চেয়ারমান জহিরুল ইসলাম ক্ষতিগ্রস্তদের প্রত্যেককে ১০ হাজার টাকা দেয়ার ঘোষণা দেন।