ইনজুরিতে ব্রাজিল দলে নেই কস্তা

ইনজুরিতে ব্রাজিল দলে নেই কস্তা

বিশ্বকাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে চলতি মাসে উরুগুয়ে ও প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। তবে চোটের কারণে বিশ্বকাপ বাছাইয়ে এ দুই ম্যাচে ব্রাজিলের হয়ে খেলতে পারবেন না বায়ার্ন মিউনিক তারকা ডগলাস কস্তা। শুক্রবার ক্লাবের হয়ে অনুশীলনের সময় বাঁ-হাঁটুতে চোট পান এ তারকা।

চোটের কারণে এর আগেও চারটি বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে খেলতে পারেননি চলতি মৌসুমে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখের হয়ে দারুণ খেলছেন কস্তা। গত বছর হওয়া কোপা আমেরিকার শতবর্ষী আসরেও ইনজুরির কারণে দলে ছিলেন না।

আগামী ২৩ মার্চ উরুগুয়ের রাজধানী মন্তেভিডিওতে সুয়ারেজ-কাভানিদের বিপক্ষে খেলবে ব্রাজিল। আর ২৮ মার্চ সাও পাওলোয় প্যারাগুয়েকে স্বাগত জানাবে নেইমাররা।

এদিকে ১২ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের পয়েন্ট টেবিলে শীর্ষে আছে ব্রাজিল। দ্বিতীয় স্থানে থাকা উরুগুয়ের পয়েন্ট ২৩। ২০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে ইকুয়েডর। সমান পয়েন্ট নিয়ে চিলি রয়েছে চতুর্থ স্থানে। আর ১৯ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে মেসির আর্জেন্টিনা।

খেলাধূলা