চীনের প্রবৃদ্ধি কমেছে

চীনের প্রবৃদ্ধি কমেছে

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি চীনের প্রবৃদ্ধি (জিডিপি) কমেছে। চলতি বছরের প্রথম প্রান্তিকে দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়েছে ৮ দশমিক এক শতাংশ। যেখানে গত বছরের শেষ প্রান্তিকে প্রবৃদ্ধি ছিল ৮ দশমিক ৯ শতাংশ। গত তিন বছরের মধ্যে চীনের অর্থনীতিতে এই প্রবৃদ্ধি সর্বনিম্ন।

শুক্রবার চীনা কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

চীনের প্রধান বাজার যুক্তরাষ্ট্র এবং ইউরোপে চাহিদা কমে যাওয়ার কারণে প্রবৃদ্ধি এভাবে প্রত্যাশিত হারের চেয়ে নিচে নেমে গেছে বলে ধারণা করা হচ্ছে। সেই সঙ্গে অভ্যন্তরীণ বাজারেও যে হারে চাহিদা কমছে তাতে খুব দ্রুত প্রবৃদ্ধি বাড়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।

আন্তর্জাতিক