ব্রাজিলে ৪শ’ জনের বেশী লোক হলুদ জ্বরে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। এদিকে দেশটির তৃতীয় বৃহত্তম জনবহুল ও গুরুত্বপূর্ণ পর্যটন নগরী রিও ডি-জানেইরো রাজ্যে এ জ্বর ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার সরকার একথা জানায়।
এ সপ্তাহে রিওডি-জানেইরোতে হলুদ জ্বরে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে এবং নতুন করে একজন এ জ্বরে আক্রান্ত হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ হিসাব অনুযায়ী দেশব্যাপী হলুদ জ্বরে আক্রান্ত হয়ে ১শ’ ৩৭ জনের মৃত্যু এবং আরো ৪শ’ ২৪ জন আক্রান্ত হয়েছে।
ব্রাজিলের ৮০ টি নগরীতে এসব মৃত্যুর ঘটনা ঘটে। এদের মধ্যে ৪৯ জন দেশটির উত্তরপূর্বাঞ্চলীয় মিনাস গারাইস রাজ্যের বাসিন্দা। এটি হচ্ছে ব্রাজিলের দ্বিতীয় বৃহত্তম জনবহুল রাজ্য।
সরকার রিওডি-জানেরোসহ বিভিন্ন রাজ্যে ১ কোটি ৩৯ লাখ টিকা পাঠিয়েছে।