ছাত্রলীগকে ভ্যানগার্ডের দায়িত্ব পালন করতে হবে : নাসিম

ছাত্রলীগকে ভ্যানগার্ডের দায়িত্ব পালন করতে হবে : নাসিম

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে বিজয়ী করতে ছাত্রলীগকে ভ্যানগার্ডের দায়িত্ব পালন করতে হবে।
শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হল প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিন উপলক্ষে বঙ্গবন্ধু হল শাখা ছাত্রলীগ এই আলোচনা সভার আয়োজন করে।
মোহাম্মদ নাসিম বলেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগকে বিজয়ী করতে ছাত্রলীগকে পাড়া-মহল্লার বাড়িতে বাড়িতে গিয়ে জনগণের কাছে ভোট চাইতে হবে। জনগণকে শেখ হাসিনার উন্নয়নের কথা বলতে হবে। শেখ হাসিনাকে আবার ক্ষমতায় আনতে ছাত্রলীগকে ভ্যানগার্ডের দায়িত্ব পালন করতে হবে।
বঙ্গবন্ধু হল শাখা ছাত্রলীগের সভাপতি বরিকুল ইসলাম বাঁধনের সভাপতিত্বে ছাত্রলীগের সাবেক সভাপতি এইচ এম বদিউজ্জমান সোহাগ, আওয়ামী লীগের উপকমিটির সাবেক সহসম্পাদক রাশেক রহমান, ছাত্রলীগের দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন শাহাজাদ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান, সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স, বঙ্গবন্ধু হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলআমিন রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে উল্লেখ করে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য বলেন, বাংলাদেশের মাটিতে এখন পাকিস্তানের দালালরা আছে। তারা সব সময়ে দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত। তাই ছাত্রলীগকে সব সময়ে প্রস্তুত থাকতে হবে।
মোহাম্মদ নাসিম বলেন, আর যাই হোক ৭১এর ঘাতক ও তাদের সহযোগীদের ক্ষমতায় আসতে দিতে পারি না। যদি কোনভাবে ক্ষমতায় আসে তাহলে আমাদের দেশের সকল অর্জন ম্লান হয়ে যাবে।
সংবিধান অনুযায়ি আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে জানিয়ে তিনি বলেন, আগামী নির্বাচনে নির্বাচনকালীন সরকারের প্রধান হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর বাহিরে যাবার ক্ষমতা কারো নেই। আমরা সংবিধানের বাহিরে যেতে পারবো না। সংবিধান অনুযায়ী যথা সময়ে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ