‘বেস্ট ইয়াং অ্যাচিভার’ অ্যাওয়ার্ড পেলেন নাসির

‘বেস্ট ইয়াং অ্যাচিভার’ অ্যাওয়ার্ড পেলেন নাসির

বাংলাদেশ কালচারাল ফাউন্ডেশন আয়োজিত ‘বাংলাদেশ স্পোর্টস অ্যাওয়ার্ড’ ২০১১-এ ক্রিকেটে ‘বেস্ট ইয়াং অ্যাচিভার’ পদক পেয়েছেন নাসির হোসেন। অন্যদিকে ক্রিকেটার অব দ্য ইয়ার হয়েছেন সাকিব আল হাসান।

বৃহস্পতিবার জাতীয় ক্রীড়া পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত বাংলাদেশ স্পোর্টস অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে বিভিন্ন বিষয়ে যারা পদক পেয়েছেন তারা হলেন বেস্ট ইয়াং অ্যাচিভারে (ফুটবল) গত মৌসুমে জাতীয় দলে খেলা ফেনী সকার ক্লাবের ফুটবলার শাহেদ।

অ্যাথলেটিক্সে পুরস্কার জেতেন সেনাবাহিনীর অ্যাথলেট মোহন খান, শ্যুটিংয়ে আব্দুল্লাহেল বাকি, দাবায় মিনহাজ উদ্দিন সাগর ও কার্ট রেসিং ন্যাশনাল চ্যাম্পিয়ন মাহফুজুর রহমান তুষার।

এছাড়া ক্রিকেট (নারী)- খাদিজাতুল কুবরা, অ্যাথলেট (নারী) নাজমুন নাহার বিউটি, শ্যুটিং (নারী) শারমীন আক্তার রতœা ও ক্রিকেটার অব দ্য ইয়ারের (নারী) অ্যাওয়ার্ড জেতেন সালমা খাতুন।

এদিকে টিম অব দ্য ইয়ার শেখ জামাল ধানমন্ডি ক্লাব, ফুটবলার অব দ্য ইয়ার মিঠুন চৌধুরী এবং গলফার অব দ্য ইয়ারের পুরস্কার উঠেছে সিদ্দিকুর রহমানের হাতে।

অন্যদিকে মেমোরেবল মোমেন্ট অব দ্য ডে ২৪ জুলাই ১৯৭১ (স্বাধীন বাংলা ফুটবল দল), বেস্ট  স্পোর্টস স্পন্সর কোম্পানি বসুন্ধরা গ্রুপ, বেস্ট স্পোর্টস অর্গানাইজার মাহফুজা আক্তার কিরণ, বেস্ট  স্পোর্টস স্পন্সর অব দ্য ইয়ার বে´িমকো, বেস্ট স্পোর্টস সং সিঙ্গার অব দ্য ইয়ার দূরবীন (ব্যান্ড) ও বেস্ট স্পোর্টস সং লিরিসিস্টের জেতে রবিউল ইসলাম জীবন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু। অন্যান্যের মধ্যে স্বাধীন বাংলা ফুটবল দলের সহ-অধিনায়ক প্রতাপ শংকর হাজরা, প্রাক্তন জাতীয় ফুটবলার আব্দুল গাফফার।

বাংলাদেশ স্পোর্টস অ্যাওয়ার্ড-২০১১ আয়োজনে পৃষ্ঠপোষকতা করেছে বসুন্ধরা গ্রুপ, বসুন্ধরা সিমেন্ট, টেলিটক, ভিশন প্রপার্টিজ, প্রগতি ইন্স্যুরেন্স, ভিশন গ্রুপ ও শোবিজ এন্টারটেইনমেন্ট।

খেলাধূলা