আগুনের ঘটনায় ৩ সদস্যের কমিটি

আগুনের ঘটনায় ৩ সদস্যের কমিটি

রাজধানীর কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বুধবার সকালে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এ কমিটি গঠন করা হয়। ফায়ার সার্ভিস সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

তদন্ত কমিটির সদস্যরা হলেন, ফায়ার সার্ভিসের উপপরিচালক (ডিডি) আব্দুল মান্নান, সহকারী উপপরিচালক (এডিডি) আব্দুল জলিল ও তেজগাঁও স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার ফয়সালুর রহমান

বুধবার রাত ২টা ৫৫ মিনিটে কড়াইল বস্তিতে আগুন লাগে।আগুনে বস্তির হাজারখানেক ঘর-বাড়ি ও দোকানপাট পুড়ে যায়। ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট ৫ ঘণ্টার চেষ্টায় বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

এরআগে গত বছরের ৪ ডিসেম্বর কড়াইল বস্তিতে আগুন লাগে। ওই ঘটনায় বস্তির প্রায় সাড়ে ৪শ’ ঘর পুড়ে যায়। এরও আগে একই বছরের গত ১৪ মার্চ বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সে সময় অর্ধশত ঘর পুড়ে যায়। প্রায় দেড়শ একর জায়গার ওপর গড়ে ওঠা কড়াইল বস্তিতে কয়েক লাখ মানুষ বসবাস করেন।

বাংলাদেশ