চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে লড়বে যারা

চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে লড়বে যারা

ম্যানচেস্টার সিটিকে বিদায় করে শেষ আটে জায়গা করে নিয়েছে মোনাকো। আর বেয়ার লেভারকুসেনকে হতাশ করে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। বুধবার রাতে এই দুটি ম্যাচের ফল পাওয়ার পরই নির্ধারণ হয়ে গেল চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটটি দল।

কোয়ার্টার ফাইনালে জায়গা পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় চমক ছিল বার্সেলোনা-পিএসজি ম্যাচ। প্রথম লেগে ৪-০ গোলে পিছিয়ে ছিল বার্সা। দ্বিতীয় লেগে পিএসজিকে কাতালানরা হারায় ৬-১ গোলের ব্যবধানে। তাই দুই লেগ মিলে ৬-৫ ব্যবধানে জিতে শেষ আটের টিকিট নিশ্চিত করেন মেসি-নেইমার-সুয়ারেজরা।

শেষ আটে জায়গা পাওয়া দলগুলো হলো- বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, অ্যাটলেটিকো মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ, বরুশিয়া ডর্টমুন্ড, জুভেন্টাস, লেস্টার সিটি ও মোনাকো।

শেষ আটে কে কোন দলের বিপক্ষে খেলবে? উত্তর মিলবে আগামীকাল শুক্রবার। বাংলাদেশ সময় বিকেল ৫টায় উয়েফা সদর দপ্তরে অনুষ্ঠিত হবে এই ড্র।

খেলাধূলা