কানাডায় তুষার ধসে আটকে পড়া দুই মার্কিনীর মৃত্যুর আশঙ্কা

কানাডায় তুষার ধসে আটকে পড়া দুই মার্কিনীর মৃত্যুর আশঙ্কা

কানাডিয়ান রকি মাউন্টেনের বাফ ন্যাশনাল পার্কে তুষারধসে আটকে পড়া দুই মার্কিন পর্যটক মারা গেছে বলে আশঙ্কা করা হচ্ছে। বুধবার কানাডা পার্কসের এক কর্মকর্তা একথা জানান।
কানাডার দক্ষিণাঞ্চলীয় প্রদেশ আলবার্টার কালগারি থেকে ১শ ৮০ কিলোমিটার দূরবর্তী ছোট শহর লেক লুইসের উত্তরে তাদের সন্ধানে হেলিকপ্টারে করে তল্লাশী চালাচ্ছে উদ্ধারকারীদের একটি দল। দলটি পর্যটকদের পরিহিত ট্যাগ থেকে একটি জিপিএস সিগন্যাল পেয়েছে।
কানাডা পার্কস এর নারী মুখপাত্র তানিয়া পিটার্স বলেন, ‘এই মুহূর্তে আমরা কিছুই নিশ্চিত করতে পারছি না। তবে অবস্থাদৃষ্টে মনে হচ্ছে তারা তুষারধসে চাপা পড়েছেন।’
নির্দিষ্ট সময়ের অনেক পরেও পর্যটকরা হোটেলে ফিরে না আসায় ফেডারেল পুলিশ তাদের নিখোঁজ হওয়ার খবর জারি করে। মার্কিন এই দুই পর্যটক বোস্টন থেকে এসেছিল।

আন্তর্জাতিক