হেরাথকে ফেরালেন সাকিব

হেরাথকে ফেরালেন সাকিব

৭ উইকেটে ২৩৮ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে শ্রীলঙ্কা। স্বাগতিক শিবিরে প্রথম আঘাত হানেন সাকিব আল হাসান। লঙ্কান অধিনায়ক রঙ্গনা হেরাথকে সাজঘরে ফেরান বাংলাদেশি এই অলরাউন্ডার। দুর্দান্ত এক ডেলিভারিতে হেরাথকে স্লিপে দাঁড়িয়ে থাকা সৌম্য সরকারের তালুবন্দি করান সাকিব।

এই রিপোর্ট লেখা পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ ৮ উইকেটে ২৭৬ রান। ব্যাট করছেন দিনেশ চান্দিমাল (১১২*) ও সুরাঙ্গা লাকমল (১৩*)।

এর আগে প্রথম দিন ৮১.১ ওভার খেলেছে লঙ্কানরা। ওভার প্রতি রান তুলেছে ২.৮৬। শ্রীলঙ্কা শিবিরে প্রথম আঘাত হেরে বাংলাদেশকে সাফল্য এনে দিয়েছিলেন মোস্তাফিজুর রহমান। দুর্দান্ত এক ডেলিভারি দিমুথ করুনারত্নেকে মেহেদী হাসান মিরাজের তালুবন্দি করান কাটার মাস্টার।

শুরুর দিকে ধাক্কা খাওয়ায় দিনেশ চান্দিমাল, ধনঞ্জয় ডি সিলভা, নিরোশান ডিকভেলারা সাবধানেই পা ফেলছিলেন। তবে পা ফসকে যায় সিলভা-ডিকভেলার। সমান ৩৪ রান করে করে আউট হন সিলভা ও ডিকভেলা। পথের কাটা হয়ে ছিলেন চান্দিমাল। আজ তিনি সেঞ্চুরিই আদায় করে নিলেন।

টেস্টের দ্বিতীয় দিনে তাইজুল ইসলামের করা ৯৫তম ওভারের চতুথ বল পয়েন্টে ঠেলে দিয়ে এক রান নিয়ে সেঞ্চুরি পূর্ণ করেন চান্দিমাল। ২৪৪ বল মোকাবেলা করে মাত্র ৬টি চারের সাহায্যে টেস্ট ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি পূর্ণ করেন এই লঙ্কান।

খেলাধূলা