শরীয়তপুরে প্রতারক চক্রের পাঁচ সদস্য আটক

শরীয়তপুরে প্রতারক চক্রের পাঁচ সদস্য আটক

শরীয়তপুরে দুই নারীসহ প্রতারক চক্রের পাঁচ সদস্যকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে তাদের পালং মডেল থানায় নিয়ে আসা হয়।

এর আগে গত মঙ্গলবার মাদারীপুর ও গোপালগঞ্জ জেলা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, গোপালগঞ্জ জেলার মোকসেদপুর উপজেলার উত্তর গঙ্গারামপুর গ্রামের মো. রাজু মোড়লের স্ত্রী মোসা. তাসলিমা বেগম (২৫), জলিরপাড় (গুচ্ছগ্রাম) এলাকার রাজা চোকদারের স্ত্রী নাসিমা বেগম (৩২), জলিরপাড় গ্রামের মোহাম্মদ আলী চোকদার ওরফে আ. চোকদারের ছেলে রাজা চোকদার (৩৬), মাদারীপুর সদর উপজেলার দিয়াপাড়া গ্রামের বাদশা মাদবরের ছেলে মাসুদ মাদবর (২৭) ও রাজৈর উপজেলার টেকের হাটের (পূর্ব স্বরমঙ্গল) গ্রামের মোসলেম হাওলাদারের ছেলে লাভলু হাওলাদার (৩০)।

পালং মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খলিলুর রহমান জানান, ওই প্রতারকরা শরীয়তপুর জেলাসহ পার্শ্ববর্তী জেলার বিভিন্ন স্থানে সৌদি রিয়ালের সঙ্গে বাংলাদেশি টাকার বিনিময়ের কথা বলে লাখ লাখ টাকা আত্মসাৎ করে আসছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে।

এ ঘটনায় প্রতারণার স্বীকার শরীয়তপুর সদর উপজেলার আটিপাড়া গ্রামের আমির হোসেন সরদারের ছেলে আনোয়ার হোসেন সরদার বাদী হয়ে পালং মডেল থানায় একটি মামলা করেছেন।

জেলা সংবাদ