জিজ্ঞাসাবাদের জন্য পার্ককে ডেকে পাঠিয়েছেন দ. কোরিয়ার প্রসিকিউটররা

জিজ্ঞাসাবাদের জন্য পার্ককে ডেকে পাঠিয়েছেন দ. কোরিয়ার প্রসিকিউটররা

দক্ষিণ কোরিয়ার প্রসিকিউটররা বুধবার দুর্নীতির কেলেংকারির ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট পার্ক গেউন-হাইকে তাদের সামনে হাজির করার সমন পাঠিয়েছেন। এ দুর্নীতির ঘটনাকে কেন্দ্র করেই নাটকীয়ভাবে তার পতন ঘটে।
প্রসিকিউটর দপ্তরের এক মুখপাত্র জানান, আগামী মঙ্গলবার সিউলে প্রসিকিউটর দপ্তরে পার্ককে হাজির করতে হবে।
তিনি এক বিবৃতিতে বলেন, ‘আমরা আজ সকালে পার্কের আইনজীবীর কাছে এ সমন পাঠিয়ে দিয়েছি। সমনের তারিখ অনুযায়ী আগামী ২১ মার্চ সকাল সাড়ে ৯ টায় পার্ককে প্রসিকিউটর দপ্তরে হাজির থাকতে হবে।’
এদিকে পার্কের আইনজীবী বুধবার জানান, এ মামলা তদন্তে পার্ক সংশ্লিষ্ট সকলকে সহযোগিতা করবেন।

আন্তর্জাতিক