স্পিকার ও কমনওয়েলথ পার্লামেন্টারি এসোসিয়েসনের (সিপিএ) চেয়ারর্পাসন ড. শিরীন শারমিন চৌধুরী কমনওয়েলথভুক্ত দেশের পারস্পরিক সহযোগিতাই শান্তি ও স্থিতিশীল সুন্দর পৃথিবী উপহার দিতে পারে।
বুধবার স্কটল্যান্ডে স্কটিশ পার্লামেন্টের প্রিসাইডিং অফিসার মি. রাইট অনার কেন ম্যাকিন্টস এমএসপির সাথে সাক্ষাতের সময় তিনি এ কথা বলেন।
তিনি কমনওয়েলথের মূল্যবোধ প্রতিষ্ঠা এবং ঐক্যবদ্ধ প্রচেষ্টার মধ্য দিয়ে বিশ্ব শান্তি নিশ্চিত করারও আহবান জানান।
কমনওয়েলথ্ পার্লামেন্টারি এসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল আকবর খাঁন ও নির্বাহী কমিটির সদস্য ইমরান আহমদ এমপি এসময় উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে তাঁরা দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। এছাড়াও বিশ্বে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় কমনওয়েলথ পার্লামেন্টারি এসোসিয়েশনের বিভিন্ন শাখাকে আরো কার্যকর ভূমিকা পালনের বিষয়ে তাঁরা ঐকমত্য পোষণ করেন।