তিস্তা চুক্তির অপেক্ষায় বাংলাদেশ : আনিসুল ইসলাম মাহমুদ

তিস্তা চুক্তির অপেক্ষায় বাংলাদেশ : আনিসুল ইসলাম মাহমুদ

পানিসম্পদ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, তিস্তার পানি বন্টন প্রশ্নে এবার ভারত তার আগের প্রতিশ্রুতি অনুযায়ী চুক্তিটি চুড়ান্ত করবে। তাই বাংলাদেশ চুক্তিটি চুড়ান্ত হওয়ার অপেক্ষায়। এর আগে ভারতের দুই প্রধানমন্ত্রী (মনমোহন সিংহ ও নরেন্দ্র মোদি) বলেছিলেন তিস্তার পানি বন্টন চুক্তিটি খসড়া করা আছে, তা পরবর্তীতে চুড়ান্ত রূপ নেবে।
মন্ত্রী বুধবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে অনুষ্ঠিত পানি সম্মেলনে সাংবাদিকদের এ কথা বলেন।
পানি সম্পদ মন্ত্রী বলেন, এটা ভারতের দুই প্রধানমন্ত্রীর ব্যক্তিগত প্রতিশ্রুতি ছিলো না তা ছিলো জনগণের সামনে প্রদত্ত প্রতিশ্রুতি।
বাংলাদেশের প্রধানমন্ত্রীর আসন্ন ভারত সফরকালে তিস্তা চুক্তির কোন সম্ভাবনা রয়েছে কিনা সাংবাদিকদের এহেন প্রশ্নের জবাব দিতে অস্বীকার করে মন্ত্রী বলেন, ‘আমি কোন সময় বেধে দিতে পারি না। তবে আমি বলতে পারি ভারতের কেন্দ্রীয় সরকার তিস্তা চুক্তির ব্যাপারে কাজ করছে ও তারা এ বিষয়ে আন্তরিক।’ এ প্রসঙ্গে তিনি স্বীকার করেন, ‘যে কোন দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পেক্ষাপটে এ ধরনের সমস্যা সৃষ্টি হতে পারে। আমরা সবাই সে সম্পর্কে অবহিত রয়েছি।’
তিনি বলেন, “অবশ্যই বাংলাদেশ তিস্তার পানির যৌক্তিক ও ন্যায় সঙ্গত দাবির বাস্তবায়ন চায়। এটা আমাদের দেশের কৃষির জন্য শুধু নয়। নদী রক্ষার জন্য ন্যায্য হিস্যা দরকার। তিস্তা নদীর পানির প্রবাহ বিগত দুই বছর আগে হঠাৎ করে বেশি হ্রাস পেয়েছে।”
মন্ত্রী দুই প্রধানমন্ত্রীর বেঠকে তিস্তা ব্যারেজ ইস্যু আলোচনার জন্য কোন এজেন্ডা হিসাবে থাকবে কিনা তা বলতে অস্বীকার করেন। তিনি বলেন, “ যখন বড় ধরনের কোন আলোচনা দু’দেশের প্রধানমন্ত্রী পর্যায়ে হয়, এজেন্ডার বাইরে অনেক বিষয় সেখানে উঠে আসে। এমনকি সর্বোচ্চ নেতৃত্ব পর্যায়ের আনুষ্ঠানিক বৈঠকের পরেও নিজেদের মধ্যে আলোচনা হয়ে থাকে।”
মন্ত্রী “ওর্য়াকশপ অন এসেসমেন্ট অব দ্যা স্ট্যাট অফ ওয়াটার রিসোর্সেস” শীর্ষক অনুষ্ঠানের সময় এই বক্তব্য রাখেন। “ইন্সটিটিউট অফ ওয়াটার মডেলিং (আইডাব্লিউএম)” এর সহযোগিতায় পানি সম্পদ মন্ত্রনালয়ের অধীনের “ওয়াটার রিসোর্সেস প্লানিং অর্গানাইজেশন (ওয়ারপো)” এই কর্মশালার আয়োজন করে। পানি সম্পদ প্রতিমন্ত্রী এমডি নজরুল ইসলাম অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাফর আহমদ খান ও আইডাব্লিউএম এর নির্বাহী পরিচালক অধ্যাপক ড. এম মনোয়ার হোসেইন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।
কর্মশালায় আইডাব্লিউএম পরিচালক এসএম মাহবুবুর রহমান মূল প্রবন্ধ পাঠ করেন। ওয়ারপো মহাপরিচালক এমডি সারাফত খান সভাপতিত্ব করেন।

বাংলাদেশ