দেশের উভয় শেয়ারবাজারে টানা দ্বিতীয় দিনের মতো মূল্য সূচকের উত্থান ঘটেছে। সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার লেনদেনে অধিকাংশ প্রতিষ্ঠান দর হারালেও মূলত ব্যাংকের শেয়ারের উপর ভর করে মূল্য সূচকের এ উত্থান ঘটে। দেশের উভয় পুঁজিবাজারে এ চিত্র লক্ষ্য করা গেছে।
এ দিন লেনদেনেও আধিপত্য ছিল ব্যাংকের শেয়ারের। ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা ২০টি প্রতিষ্ঠানের মধ্যে ১১টিই ব্যাংক খাতের কোম্পানি। প্রতিষ্ঠানগুলো হলো- ন্যাশনাল ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, এনসিসি ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, ইসলামী ব্যাংক, সিটি ব্যাংক, ফার্স্ট সিকউরিটি ইসলামী ব্যাংক, আইএফআইসি, এসআইবিএল, এক্সিম ব্যাংক এবং ওয়ান ব্যাংক।
ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৩ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৬৮৪ পয়েন্টে দাঁড়িয়েছে। বাজারে লেনদেন হয়েছে ৯৭২ কোটি ৫২ লাখ টাকা। আগের দিন মঙ্গলবার লেনদেন হয় ৯৬৪ কোটি ৭৯ লাখ টাকা। অর্থাৎ ডিএসইতে লেনদেন বেড়েছে ৭ কোটি ৭৩ লাখ টাকা।
ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১২৬টির শেয়ার ও ইউনিটের দাম আগের দিনের তুলনায় বেড়েছে। অপরদিকে দাম কমেছে ১৬৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টির দাম।
টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে লংকাবাংলা ফাইন্যান্সের শেয়ার। এ দিন কোম্পানির ২৯ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় স্থানে থাকা বেক্সিমকোর ২৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। ২৭ কোটি ৪১ লাখ টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে ন্যাশনাল ব্যাংক।
দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসসিএক্স সূচক ১১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ৬৮৬ পয়েন্টে। বাজারে ৫৭ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদন হয়েছে। লেনদেন হওয়া ২৫৪টি ইস্যুর মধ্যে দাম বেড়েছে ৯৯টির, কমেছে ১১৬টির এবং অপরিবর্তীত রয়েছে ৩৯টির দাম।