মাদারীপুর জেলার শিবচরে অগ্নিকাণ্ডে তিনটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে কমপক্ষে তিন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন দাবি করেছে।
বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা দত্তপাড়া ইউনিয়নের চর দত্তপাড়া মাঝিকান্দি এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
শিবচর ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত হয়ে তা মুহূর্তেই ছড়িয়ে পরে পাশের ঘরগুলোতে। খবর পেয়ে শিবচর ফায়ার সার্ভিসের একটি দল ও স্থানীয়রা ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে নশু ফরাজী, শওকাত আলী ফরাজী ও পল্লব মজুমদারের তিনটি ঘর ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।
শিবচর ফায়ার সার্ভিস কর্মকর্তা মো. সালাহউদ্দিন জানান, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এছাড়া স্থানীয়রাও আগুন নেভানোর কাজে অংশ নেয়। তবে সময় মতো আগুন নিয়ন্ত্রণে আনা না গেলে আশেপাশের ঘরগুলোতেও আগুন ছড়িয়ে পরে বড় ধরণের দুর্ঘটনা ঘটতে পারতো। রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।