ময়লার স্তূপে অগ্নিকাণ্ডের ঘটনায় সচিবালয়ে আতঙ্ক

ময়লার স্তূপে অগ্নিকাণ্ডের ঘটনায় সচিবালয়ে আতঙ্ক

ময়লার স্তূপে অগ্নিকাণ্ডের ঘটনায় আজ দুপুরে সচিবালয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে সচিবালয়ের ৬ নম্বর ভবনের পূর্ব পাশে ময়লার স্তূপে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। সিগারেটের আগুন থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ফায়ার সার্ভিসের ঢাকা জোন-১ এর উপ-সহকারী পরিচালক আবদুল হালিম।

fire

তিনি বলেন, জ্বলন্ত সিগারেট থেকে এ আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে। তবে আগুন লাগার ১০ মিনিটের মধ্যে আমরা নিয়ন্ত্রণে আনি। আগুনে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলেও জানান আবদুল হালিম।

আগুন নিয়ন্ত্রণে সচিবালয়ের অভ্যন্তরীণ ফায়ার সার্ভিসের একটি ইউনিট এবং বাইরের আরও দুটি ইউনিট কাজ করে। তারা দ্রুতই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

বাংলাদেশ