ট্রাম্পের স্বাস্থ্য বিলে ভুগবেন দেড় কোটি নাগরিক

ট্রাম্পের স্বাস্থ্য বিলে ভুগবেন দেড় কোটি নাগরিক

ট্রাম্পের স্বাস্থ্য বিলের কারণে বীমা সুবিধা হারাবে প্রায় দেড় কোটি নাগরিক। একটি বাজেট বিশ্লেষণে জানানো হয়েছে, নতুন স্বাস্থ্য বিলের কারণে ২০১৮ সালে বীমা সুবিধা হারাবে প্রায় দেড় কোটি নাগরিক। খবর বিবিসির।

বহু প্রতিক্ষীত স্বাস্থ্য বিল নিয়ে রিপাবলিকানদের পরিকল্পনা বিশ্লেষণ করেছে কংগ্রেসনাল বাজেট অফিস (সিবিও)।

সিবিও জানিয়েছে, ২০২৬ সাল নাগাদ অবীমাকৃত নাগরিকের সংখ্যা প্রায় আড়াই কোটিতে দাঁড়াবে। এর আগে ট্রাম্পের এই নতুন স্বাস্থ্যনীতির বিপক্ষে অবস্থান নেয় মার্কিন হাসপাতালগুলো। এতে করে দরিদ্র মানুষরা বিমা সুবিধা হারাবে বলে আশঙ্কা প্রকাশ করেছিল তারা।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণাকালীন প্রতিশ্রুতিগুলোর মধ্যে অন্যতম ছিল ওবামাকেয়ার বাতিল করে নতুন স্বাস্থ্য বিল আনা। শপথ নেয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ওবামাকেয়ার বাতিল করেছিলেন ট্রাম্প। ওবামাকেয়ার প্রায় ২০ মিলিয়ন মার্কিন নাগরিককে স্বাস্থ্যসেবা দিয়েছে।

আন্তর্জাতিক