হাসিনা-খালেদার শুভেচ্ছা বিনিময়

হাসিনা-খালেদার শুভেচ্ছা বিনিময়

ক্ষমতাসীন ও বিরোধী দলের দুই প্রধান দেশের বাইরে থাকলেও পরস্পরকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে কার্ড পাঠিয়েছেন তারা।

বুধবার দুপুর ৩টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী একান্ত সচিব খায়রুল ইসলাম সংসদ ভবনে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার কার্যালয়ে তার সহকারী একান্ত সচিবের কাছে নববর্ষের কার্ড পৌঁছে দেন।

এর আধঘণ্টা পর খালেদার সহকারী একান্ত সচিব সুরাতুজ্জামান প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিরোধীদলীয় নেতার নববর্ষের শুভেচ্ছা কাড পৌঁছে দেন। এই কার্ডটি গ্রহণ করেন প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব।

তিন দিনের সফরে বুধবার সকালে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী। অন্যদিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য সোমবার রাতে সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন বিএনপি চেয়ারপার্সন।

হাসিনা-খালেদাকে সর্বশেষ ২০০৮ সালে সশস্ত্র বাহিনী দিবসে সেনাকুঞ্জে একটি অনুষ্ঠানে একসঙ্গে দেখা গিয়েছিল।

রাজনীতি