ডিসিসিতে একক কাউন্সিলর প্রার্থী তালিকা করবে আ’ লীগ

ডিসিসিতে একক কাউন্সিলর প্রার্থী তালিকা করবে আ’ লীগ

ঢাকা সিটি কর্পোরেশন (ডিসিসি) উত্তর ও দক্ষিণের নির্বাচনে কাউন্সিলর পদে একক প্রার্থী সমর্থন দেয়ার জন্য প্রার্থী বাছাই করে তালিকা তৈরির করতে দলের ঢাকা মহানগর কমিটির নেতা ও সংসদ সদস্যদের নির্দেশনা দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

সংশ্লিষ্ট এলাকার দলীয় সংসদ সদস্যদের তত্ত্বাবধানে থানা কমিটির সভাপতি সাধারণ সম্পাদকদের আলোচনার মাধ্যমে গ্রহণযোগ্য প্রার্র্থীর তালিকা তৈরির করতে বলা হয়েছে।

বুধবার আওয়ামী লীগের ঢাকাস্থ দলীয় সংসদ সদস্যদের সঙ্গে দলের কেন্দ্রীয় নেতাদের এক যৌথসভায় এই নির্দেশনা দেয়া হয় বলে সুত্র জানিয়েছে।

আওয়ামী লীগ সভাপতির ধানম-ির কার্যালয়ে দলের ভারপ্রাপ্ত সভাপতি ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

গত মঙ্গলবার রাতে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, সভাপতিমন্ডলির সদস্য কাজী জাফরুল্লাহসহ কয়েকজন নেতাকে একক কাউন্সিলর প্রার্থী ঠিক করার এ সিদ্ধান্ত জানিয়েছেন।

দলের সভাপতির এ নির্দেশ অনুযায়ী বুধবারের বৈঠকে দলীয় সংসদ সদস্যদের শেখ হাসিনার এ নির্দেশনা জানিয়ে দেন সৈয়দ আশরাফুল ইসলাম।

সুত্র জানায়, সভায় মেয়র পদে প্রার্থী সমর্থনের বিষয় নিয়ে কেউ কেউ কথা উপস্থাপন করলে এ সময় দলের সিনিয়র নেতারা তাদের থামিয়ে দিয়ে বলেন, প্রার্থীতা নিয়ে নয়, কীভাবে এ নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা যায়, সেটা নিয়ে আলোচনা করা উচিত।

এ সময় কামাল আহমেদ মজুমদার ঢাকা উত্তরে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ও দক্ষিণে হাজী মোহাম্মদ সেলিমের সমর্থন দেয়ারও প্রস্তাব করেন। তবে বিষয়টি নিয়ে আলোচনা হয়নি বলে সুত্র জানায়। তাকে থামিয়ে বলা হয়েছে মেয়রের বিষয়ে এ বৈঠকে কোনো আলোচনা হবে না।

বৈঠকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, মেয়র পদে কে দলের পক্ষে সমর্থন পাবেন তা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তুরস্ক থেকে দেশে ফেরার পর দলের সংসদীয় বোর্ডের সভায় আলোচনার মাধ্যমে চূড়ান্ত করা হবে।

সূত্র জানায়, সংসদ সদস্যদের তত্ত্বাবধানে একক কাউন্সিলর প্রার্থীর তালিকা তৈরি করার কথা বলা হলে সংসদ সদস্য ফজলে নুর তাপস বলেন, দলীয় কাউন্সিলর ঠিক করার দায়দায়িত্ব এমপিদের দেওয়া ঠিক হবে না।

এসময় তাপসের সঙ্গে অনেকেই এক মত পোষণ করেছেন বলে সুত্র জানায়।

সূত্র নিশ্চিত করে, একাধিক কাউন্সিলর প্রার্থী থাকলে কাউকে সমর্থন না দিতে বলা হয়েছে। একাধীক প্রার্থীর ক্ষেত্রে কাউকে সমর্থন না দেয়ার জন্য এমপিদের বিশেষভাবে নির্দেশ দেওয়া হয়েছে।

রাজনীতি