সিরীয় শিশুদের নিকৃষ্টতম বছর ২০১৬

সিরীয় শিশুদের নিকৃষ্টতম বছর ২০১৬

সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার পর ২০১৬ সালে সবচেয়ে বেশি সংখ্যক শিশু নিহত হয়েছে বলে জানিয়েছে ইউনিসেফ।

সংস্থাটি বলছে, ২০১৬ সালে অন্তত ৬৫২ শিশু নিহত হয়েছে। এরমধ্যে ২৫৫ শিশু নিহত হয়েছে বিদ্যালয়ে বা বিদ্যালয়ের আশপাশের কোনো এলাকাতে। শিশু নিহতের এ হার গত বছরের চেয়ে ২০ শতাংশ বেশি।

তবে মোট শিশু নিহতের সংখ্যা আরো বেশি হবে বলে ধারণা করা হচ্ছে। কারণ, অনেক শিশুই নিহত হয় যেগুলো আনুষ্ঠানিকভাবে যাচাই করা সম্ভব হয় না।

ইউনিসেফ আরো মনে করে, ৮৫০ জনেরও বেশি শিশুকে যুদ্ধে ঠেলে দেয়া হয়েছে। এই শিশুদের বেশিরভাগকেই যুদ্ধে সম্মুখভাগে ঠেলে দেয়া হয়, আত্মঘাতী বোমা হামলাকারী, কারারক্ষী বা শিরশ্ছেদের মতো কাজে ব্যবহার করা হয় বলেও ইউনিসেফ তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে।

এছাড়া সিরিয়াতে প্রতিদিন লাখো শিশু হামলার শিকার হচ্ছে বলেও উল্লেখ করা হয়েছে। ২০ লাখের বেশি শিশু দেশ ছেড়ে পালিয়েছে বলেও জানিয়েছে ইউনিসেফ।

আন্তর্জাতিক