গৃহকর্মীকে গুম করার বিষয়ে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) প্রকৌশলী আসাদুজ্জামানকে তলব করেছে হাইকোর্ট।
আগামী ৪ এপ্রিল তাকে সশরীরে আদালতে হাজির হয়ে বিষয়টির ব্যাখ্যা দিতে বলা হয়েছে। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিম সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ আজ এ আদেশ দেয়।
এছাড়াও গৃহকর্মী আজিজা খাতুনের বাবার দায়ের করা জিডির ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গাজীপুরের জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেয়া হয়েছে বলে আদালত সূত্র জানায়।
গত ৫ মার্চ একটি দৈনিকে ‘কিশোরী গৃহকর্মীকে ৩ মাস গুম করে রাখার অভিযোগ, রাজউক প্রকৌশলী আসাদুজ্জামানের কারিশমা’ শিরোনামে এক প্রতিবেদন প্রকাশিত হয়।
প্রতিবেদনটি আদালতের নজরে আনেন আইনজীবী শাহানারা বেগম। বিষয়টি আমলে আজ এ আদেশ দেয় আদালত।