শরীয়তপুরে গৃহবধূ নার্গিস আক্তার হত্যায় অভিযুক্ত স্বামী মনির হোসেন দেওয়ানের ফাঁসির দাবি জানিয়েছে এলাকাবাসী।
রোববার বিকেলে শরীয়তপুর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়। ভোজেশ্বর ইউনিয়ন বাসীর উদ্যোগে আয়োজিত মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করে।
মানববন্ধনে বক্তারা বলেন, হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে প্রমাণ হোক কেউ আইনের ঊর্ধ্বে নয়। তাহলে ভবিষ্যতে কেউ এ ধরনের কাজ করার সাহস পাবে না।
অপরাধীর এমন শাস্তি দেয়া উচিত, যেন ভবিষ্যতে কেউ এমন কাজের দুঃসাহস না দেখাতে পারে। অন্যদের নিরাপত্তার স্বার্থে অবশ্যই এই অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি হতে হবে।
উল্লেখ্য, কয়েক বছর আগে সদর উপজেলার পালং ইউনিয়নের ৪নং ওয়ার্ডের আটিপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন দেওয়ানের ছেলে মনির হোসেন দেওয়ানের সঙ্গে নড়িয়া উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের চান্দনী গ্রামের রমিজ মোল্যার মেয়ে নার্গিস আক্তারের পারিবারিকভাবে বিয়ে হয়। নার্গিসের স্বামী মনির হোসেন দেওয়ান পরকীয়ায় আসক্ত হওয়ায় স্বামী-স্ত্রীর মাঝে এনিয়ে কথা কাটাকাটি হত । গত ৩ মার্চ (শুক্রবার) রাতেও তাদের মাঝে ঝগড়ার এক পর্যায়ে নারগিসকে মারধর করেন মনির। পরে শনিবার সকালে গলায় ফাঁস দেয়া অবস্থায় নারগিসের মরদেহ উদ্ধার করা হয়।
পালং মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খলিলুর রহমান জানান, এ ঘটনায় ছয়জনকে আসামি করে নার্গিসের বাবা মো. রমিজ উদ্দিন মো্ল্যা বাদী হয়ে ঘটনার দিন একটি মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে আসামিরা পালিয়ে বেড়াচ্ছেন । তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।