নারায়ণগঞ্জে বিএনপির বিবাদমান দুই গ্রুপের মিছিল: উত্তেজনা

নারায়ণগঞ্জে বিএনপির বিবাদমান দুই গ্রুপের মধ্যে পাল্টাপাল্টি মিছিলে বুধবার দুপুরে শহরের ২নং রেল গেট এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এসময় উভয় গ্রুপ একে অন্যকে উদ্দেশ করে স্লোগান দেয়। পরে পুলিশ উভয় পক্ষকে শান্ত করে ও মিছিলে বাধা দেয়।

গ্যাস, বিদ্যুৎ ও পানি সঙ্কটের প্রতিবাদে সকাল ১১টায় শহরের ডিআইটি বাণিজ্যিক এলাকায় জেলা বিএনপির কার্যালয়ের নিচে জেলা বিএনপি প্রতিবাদ সমাবেশ আয়োজন করে।

সমাবেশে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারের সভাপতিত্বে বক্তব্য দেন- জেলা বিএনপির যুগ্মসম্পাদক আনোয়ার হোসেন খান, শহর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক এটিএম কামাল, ছাত্রদল নেতা শাহেদ আহম্মেদ, জোবায়ের আলম ঝলক প্রমুখ।

তারা সমাবেশ করে একটি মিছিল নিয়ে শহরের ২নং রেল গেটের দিকে যাওয়ার সময় আগে থেকে মোতায়েন পুলিশ বাধা দেয়। একই সময়ে সদ্য ঘোষিত নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সম্মেলন প্রস্তুতি কমিটির বিরুদ্ধে আরও একটি পাল্টা মিছিল বের হয়।

যুবদল নেতা আনোয়ার হোসেন আনু, সরকার আলম, রাশেদ আহম্মেদ টিটুর নেতৃত্বাধীন মিছিল থেকে জেলা বিএনপি ও মহানগর যুবদলের আহ্বায়ক মাকছুদুল আলম খন্দকার খোরশেদের বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়।

একই সময়ে বিএনপির দুই গ্রুপের মিছিল ও পুলিশের কঠোর অবস্থানের কারণে জেলা বিএনপি কার্যালয় ও ২নং রেল গেট এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

রাজনীতি