প্রতিবন্ধীদের জন্য রেল মন্ত্রণালয়ের দরজা খোলা : রেলমন্ত্রী

প্রতিবন্ধীদের জন্য রেল মন্ত্রণালয়ের দরজা খোলা : রেলমন্ত্রী

রেলমন্ত্রী মজিবুল হক বলেছেন, রেল মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রতিবন্ধীদের জন্য আমরা সব সময় কাজ করার চেষ্টা করি। দেশের প্রতিবন্ধী জনগোষ্ঠীদের জন্য রেল মন্ত্রণালয়ের দরজা সব সময় খোলা, সব সময় তাদের জন্য বিশেষ সুবিধা দেয়ার চেষ্টা করি।

রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গোলটেবিল বৈঠকে ডিজেবল স্টুডেন্ট সোসাইটি অব চিটাগাং ইউনিভার্সিটি (ডিআইএসএসসিইউ) আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মজিবুল হক বলেন, বর্তমান সরকারে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে দেশের প্রতিবন্ধী জনগোষ্ঠীর জন্য বেশ কয়েকটি পরিকল্পনা হাতে নেয়া হয়েছে এবং বেশ কয়েকটি প্রজেক্ট চলমান। রেল মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রতিবন্ধীদের জন্য আমরা কাজ করার চেষ্টা করছি। মন্ত্রণালয়ের দরজা দেশের প্রতিবন্ধী জনগোষ্ঠীর জন্য সব সময় খোলা। আপনারা (প্রতিবন্ধী) যেকোনো সমস্যা নিয়ে আসবেন আমরা সাধ্যমতো সাহায্য করার চেষ্টা করবো।

অনুষ্ঠানে আয়োজক সংগঠনের পক্ষ থেকে রেলমন্ত্রীর কাছে প্রতিবন্ধীদের জন্য বেশ কয়েকটি দাবি উথাপন করা হয়। মন্ত্রী বলেন, শুধু সরকারিভাবেই নয় সমাজের বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে ব্যক্তিগত উদ্যোগেও আপনাদের (প্রতিবন্ধী) জন্য কিছু কাজ করার চেষ্টা করবো।

আলোচনা সভায় অন্যদের মধ্যে বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট দিদারুল আলম চৌধুরী, ডিএমপির ডেপুটি কমিশনার ফরিদ উদ্দিন, ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো আলাউদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ