মেধা, শিক্ষা ও দক্ষতাকে কাজে লাগিয়ে প্রত্যেক শিক্ষার্থীকে বিশ্বমানের মানবসম্পদে পরিণত হতে হবে : নাহিদ

মেধা, শিক্ষা ও দক্ষতাকে কাজে লাগিয়ে প্রত্যেক শিক্ষার্থীকে বিশ্বমানের মানবসম্পদে পরিণত হতে হবে : নাহিদ

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, নিজেদের মেধা, শিক্ষা ও দক্ষতাকে কাজে লাগিয়ে প্রত্যেক শিক্ষার্থীকে বিশ্বমানের মানবসম্পদে পরিণত হতে হবে।
বর্তমান যুগ হচ্ছে তথ্য প্রযুক্তির যুগ এ কথা উল্লেখ করে তিনি বলেন, তথ্য-প্রযুক্তির মহাসড়কে বাংলাদেশের অবস্থান সুদৃঢ করার ক্ষেত্রে শিক্ষার্থীদেরকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
নুরুল ইসলাম নাহিদ আজ রোববার দুপুরে রাজধানীর বসুন্ধরা ‘কনভেনশন সিটি’র হল রুমে ইস্টার্ন ইউনির্ভাসিটির ৫ম সমাবর্তন অনুষ্ঠানে সভাপতির বক্তৃতায় এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ করে দেওয়া সরকারের উদ্দেশ্য নয়,বরং এগুলোকে টিকিয়ে রাখতে সরকার, শিক্ষামন্ত্রনালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো সফল হোক, এটাই আমরা চাই। তাদের ব্যর্থতা আর আমরা দেখতে চাই না।’
তিনি বলেন,‘আমাদের উদ্দেশ্য হল বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো আরও ভালোভাবে চলুক’। এসব বিশ্ববিদ্যালয়ের সমস্যা চিহ্নিত করার জন্য ইতিমধ্যে একটি কমিটি করা হয়েছে বলেও শিক্ষামন্ত্রী উল্লেখ করেন।
নাহিদ জানান,আন্তরিকতার সাথে যারা বিশ্ববিদ্যালয় পরিচালনা করবেন, তাদেরকে সরকার সব ধরনের সহযোগিতা দিবে।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান, ঢাকাস্থ কানাডার রাষ্ট্রদূত মি. বেনওয়া পিয়েরে লাঘামে, ইস্টার্ন ইউনির্ভাসিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মো. আজিজুল ইসলাম, প্রফেসর মো. মান্নান চৌধুরী, প্রফেসর (ডীন) মো. নুরুল ইসলাম ও ট্রেজারার মো: সিদ্দিক হোসেন অনুষ্ঠানে বক্তৃতা করেন।
শিক্ষামন্ত্রী বলেন, যেসব বেসরকারী বিশ্ববিদ্যালয় এখনও পর্যন্ত সফল হতে পারেনি, বিশ্ববিদ্যালয় পরিচালনার পরিবেশ ও নির্ধারিত শর্ত পূরণে ইতিমধ্যে ব্যর্থ হয়েছে,যারা মুনাফার লক্ষ্য নিয়ে চলতে চান,যারা নিজস্ব ক্যাম্পাসে এখনও যায়নি,যারা একাধিক ক্যাম্পাসে পাঠদান পরিচালনা করছেন, তারা আইন অনুসারে সঠিক ভাবে বিশ্ববিদ্যালয় চালাতে না পারলে নতুন সেশনে শিক্ষার্থী ভর্তি বন্ধসহ তাদের বিরুদ্ধে শিগগিরই প্রয়োজনীয় আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ