গুয়াতেমালায় সরকার পরিচালিত কিশোরীদের আশ্রয় শিবিরে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৩৯ জনে দাঁড়িয়েছে। শনিবার কর্মকর্তারা একথা জানান।
জনাকীর্ণ ভবনটিতে বসবাসকারী কিশোরীদের প্রতি সরকারের উদাসীনতা ও অবহেলার অভিযোগ এনে দেশটির প্রেসিডেন্ট জিমি মোরালেসের বাসভবনের বাইরে কয়েকশ বিক্ষোভকারী সমাবেশ করে।
ওই ভবনটির স্টাফদের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ আনা হয়েছে। এর প্রতিবাদে তাদের বিরুদ্ধে কিশোরীদের আন্দোলনের এক পর্যায়ে মর্মান্তিক এ ঘটনা ঘটে।