মাদাগাস্কারে সাইক্লোনে নিহত ৫০, ক্ষতিগ্রস্ত ১ লাখ ৭৬ হাজার

মাদাগাস্কারে সাইক্লোনে নিহত ৫০, ক্ষতিগ্রস্ত ১ লাখ ৭৬ হাজার

মাদাগাস্কারে চলতি সপ্তাহের গোড়ার দিকে সাইক্লোন এনাউয়ের আঘাতে অন্তত ৫০ জন মারা গেছে। এতে আরো ১ লাখ ৭৬ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। উদ্ভুত পরিস্থিতিতে কয়েক হাজার লোক আশ্রয় শিবিরে উঠতে বাধ্য হয়েছে। শনিবার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা একথা জানায়।
বিএনজিআরসি এজেন্সির প্রধান থেইরি ভেন্টি এই মৃতের খবর জানান। এর আগে বৃহস্পতিবার মাত্র চার জনের মৃত্যু ও ১০ হাজার মানুষের বাস্তুচ্যুত হওয়ার আশঙ্কা করা হয়েছিল।
শুক্রবার সংস্থার পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, ঝড়ে ৫৩ হাজারের বেশি লোক বাস্তুচ্যুত ও ১৮০ জন আহত হয়েছে।
শুধু আন্তানানারিভো নগরীতেই ৩২ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।
কর্মকর্তারা ক্ষতিগ্রস্তদের জন্য ১৩৭টি আশ্রয়কেন্দ্র খুলেছে।
বৃহস্পতিবার মাদাগাস্কারের প্রত্যন্ত উত্তর-পূর্বাঞ্চলে এনাউ আঘাত হেনেছে। এতে নদীর পানি উপচে দুকূল প্লাবিত হচ্ছে। ফলে বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে গেছে।

বাংলাদেশ