আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ বাংলাদেশকে ৯৮ কোটি ৭০ লাখ ডলার ঋণ সহায়তা দেওয়ার প্রস্তাব অনুমোদন করেছে। আগামী তিন বছরে বাংলাদেশকে এই ঋণ দেওয়া হবে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংস্থাটি।
আইএমএফের এক্সিকিউটিভ বোর্ড বুধবার এই ঋণ অনুমোদন করে। বর্ধিত ঋণ সহায়তা কর্মসূচির (ইসিএফ) অধীনে এই অর্থ বাংলাদেশকে সহায়তা হিসেবে দেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এই ঋণের মধ্যে ১৪ কোটি ১০ লাখ ডলার খুব দ্রুত বাংলাদেশের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে আইএমএফ।
এ সময় আইএমএফ জানায় রাষ্ট্রীয় ভর্তুকি এবং মুদ্রাস্ফীতি বেড়ে যাওয়ার কারণে সাম্প্রতিক সময় বাংলাদেশের বাজেটের ওপর চাপ সৃষ্টি হয়েছে।
চলতি বছর বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বিগত বছরের থেকে হ্রাস পাবে বলে পূর্বাভাস দিয়েছে আইএমএফ। বাংলাদেশের প্রবৃদ্ধি ২০১১ সালের ৬.৭ শতাংশ থেকে কমে চলতি ২০১২ সালে ৫.৫ শতাংশে দাঁড়াতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।
বাংলাদেশের মুদ্রাস্ফীতি পরিস্থিতি সম্বন্ধে উদ্বেগ প্রকাশ করে আইএমএফ বলেছে সাম্প্রতিক সময়ে মুদ্রাস্ফীতি বৃদ্ধি কিছুটা কমলেও এখনও এর হার অনেক বেশি। সংস্থাটি জানিয়েছে মার্চ’২০১২ তে খাদ্যপণ্যের বাইরের অন্যান্য জিনিসের ক্ষেত্রে মুদ্রাস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ১৪ শতাংশে।
এই পরিস্থিতি থেকে উত্তরণে চলতি ২০১২ শেষ হওয়ার আগেই মুদ্রাস্ফীতিকে দুই অংকের নীচে নামিয়ে আনতে বাংলাদেশকে নিয়ন্ত্রিত অর্থনৈতিক ও মুদ্রানীতি বাস্তবায়ন করতে হবে বলে জানিয়েছে আইএমএফ।
আইএমএফ বাংলাদেশে মিশন প্রধান বলেন তাদের কর্মসূচি আবর্তিত হবে অর্থনৈতিক সংস্কারের সঙ্গে সঙ্গে। বাণিজ্য বাধা অপসারণের ওপর এ সময় জোর দেন তিনি।
২০১২ আর্থিক বছরে বাংলাদেশ সরকারের ভর্তুকির পরিমান জিডিপির ২.৮ শতাংশে দাঁড়াবে বলেও এ সময় উল্ল্যেখ করেন তিনি।