নারী সেনাদের নগ্ন ছবি কেলেঙ্কারির তদন্তে নামছে পেন্টাগন

নারী সেনাদের নগ্ন ছবি কেলেঙ্কারির তদন্তে নামছে পেন্টাগন

মার্কিন পুরুষ সেনাদের বিরুদ্ধে তাদের নারী সহকর্মীদের নগ্ন ছবি অনলাইনে ছড়ানোর যে অভিযোগ উঠেছে তার পূর্ণাঙ্গ তদন্তের অঙ্গীকার করেছে পেন্টাগন।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস বলেছেন, সেনাবাহিনীর সব শাখাতে তদন্তে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেয়া হচ্ছে।

মার্কিন সেনাবাহিনীর পুরুষ সদস্যরা তাদের নারী সহকর্মীদের নগ্ন ছবি অনলাইনে ছড়িয়ে দিলে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।

তবে এ পর্যন্ত মাত্র ১০ জন নারীই বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক অভিযোগ করেছেন।  একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, তার আশা আরো বেশি সংখ্যক নারী এ অভিযোগের তদন্তের সাহায্যে এগিয়ে আসবেন।

সম্প্রতি মেরিনস ইউনাইটেড নামে একটি ফেসবুকে গ্রুপে বর্তমান ও সাবেক কয়েকজন নৌসেনা তাদের নারী সেনাদের নগ্ন ছবি শেয়ার করলে বিষয়টি সামনে আসে।

গ্রুপটি এরপর বন্ধ করে দেয়া হয়। তবে বন্ধ হওয়ার আগে গ্রুপটিতে ৩০ হাজারের মতো সদস্য ছিল।

এরপর জানা যায় অন্য অনলাইন ম্যাজেস বোর্ডে শতশত নারী সেনাদের নগ্ন ছবি প্রকাশ করে আসছিলেন তাদের পুরুষ সহকর্মীরা।

পেন্টাগনে একটি সংবাদ সম্মেলনে জেনারেল নেলার বলেছেন, ঠিক কতজন পুরুষ এ কর্মের সঙ্গে জড়িত এ বিষয়ে সঠিক কোনো তথ্য তার কাছে নেই।

আন্তর্জাতিক