উত্তরপ্রদেশ উত্তরাখণ্ডে মোদি ঝড়, পাঞ্জাবে কংগ্রেস বিজয়ী

উত্তরপ্রদেশ উত্তরাখণ্ডে মোদি ঝড়, পাঞ্জাবে কংগ্রেস বিজয়ী

ভারতের উত্তর প্রদেশের বিধানসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন দেশটির ক্ষমতাসীন রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।

উত্তরপ্রদেশের বিধানসভায় মোট আসন রয়েছে ৪০৩টি। ম্যাজিক ফিগারে পৌঁছানোর জন্য ২০৩ আসনের প্রয়োজন হলেও বিজেপি পেয়েছে ২৯০টি আসন।

যেখানে রাহুল-অখিলেশের কংগ্রেস জোট পেয়েছে ৭৮টি আসনে। সমাজবাদী পার্টি ৫০ ও মায়বতীর বিএসপি-র দখলে মাত্র ১৮টি আসন।

এদিকে, উত্তরাখন্ডে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। ৭০ আসনের মধ্যে বিজেপি জয় পেয়েছে ৫৫টিতে। একক সংখ্যাগরিষ্ঠতার জন্য ৩৬ আসনের জয়ের প্রয়োজন। এই প্রদেশ কংগ্রেস পেয়েছে ১২টি আসন। বিএসপি পেয়েছে একটি ও অন্যান্য দল চারটি আসন পেয়েছে।

পাঞ্জাবে এগিয়ে রয়েছে কংগ্রেস। ১১৭টি আসনের মধ্যে কংগ্রেস ৬৫টিতে জিতেছে। একক সংখ্যাগরিষ্ঠতার জন্য ৫৯টি আসনে জয়ের প্রয়োজন ছিল। আপ ও আকালি দল যথাক্রমে ২৫ ও ২৭টি আসনে জয় পেয়েছে। মণিপুর ও গোয়াতেও এগিয়ে রয়েছে কংগ্রেস।

আন্তর্জাতিক শীর্ষ খবর