নীলফামারীতে কুটির শিল্পের বিপণন কেন্দ্র উদ্বোধন

নীলফামারীতে কুটির শিল্পের বিপণন কেন্দ্র উদ্বোধন

প্রথমা নারী উন্নয়ন সংস্থার নিজস্ব উদ্যোগে তৈরিকৃত হস্ত ও কুটির শিল্পের পণ্য সামগ্রী বিপণন শুরু হয়েছে নীলফামারীতে।

মঙ্গলবার রাত সাড়ে ৯টায় জেলা শহরের সৈয়দপুর সড়কে বিপণন কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নীলফামারী সদর আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নুর।

উদ্বোধনী অনুষ্ঠানে নীলফামারী জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট মমতাজুল হক, পিপি অ্যাড. অক্ষয় কুমার রায়, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিদ মাহমুদ, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুজার রহমান উপস্থিত ছিলেন।

নারী উদ্যোক্তা ফেরদৌসি বেগম, কাজী ফারজানা আক্তার ও নীলা সুলতানা প্রথমা নারী উন্নয়ন সংস্থার মাধ্যমে হস্ত ও কুটির শিল্প বিপণন কেন্দ্রটি চালু করেছেন।

চলতি বছরের পহেলা মার্চ থেকে পণ্য উদপাদনে গিয়ে মঙ্গলবার থেকে বিপণন শুরু হয়েছে বলে জানান উদ্যোক্তা নীলা সুলতানা। উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য আসাদুজ্জামান নুর দেশীয় পণ্য ব্যবহারের ওপর গুরত্বারোপ করে বলেন, ‘আমাদের দেশীয় পণ্য অনেক উন্নত মানের কিন্তু আমরা সেটা গ্রহণ না করে বিদেশি পণ্য ব্যবহার করছি। এতে অর্থের অপচয়সহ নানাভাবে আমরা পিছিয়ে থাকছি।’

এর আগে সংসদ সদস্য আসাদুজ্জামান নুর হস্ত ও কুটির শিল্পের উদপাদন কেন্দ্রটি ঘুরে দেখেন।

অর্থ বাণিজ্য