শিল্পী ও সাংস্কৃতিক কর্মীরা আমাদের প্রেরণার উৎস : স্পিকার

শিল্পী ও সাংস্কৃতিক কর্মীরা আমাদের প্রেরণার উৎস : স্পিকার

জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, শিল্পী ও সাংস্কৃতিক কর্মীরা ভাষা আন্দোলন, স্বাধীনতা সংগ্রাম, সাহিত্য ও সংস্কৃতির সকল ক্ষেত্রে আমাদের প্রেরণার উৎস।
তিনি গতকাল সন্ধ্যায় বাংলাদেশ সংগীত পরিষদের ২৫ বছর পূর্তি উপলক্ষে শিল্পকলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে সূর্যোদয়ের গান শীর্ষক সিডির মোড়ক উন্মোচন ও এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতায় একথা বলেন।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, বিদেশী সংস্কৃতির আগ্রাসনে বাংলা গানের চিরন্তন অবদান ও সুর কখনো ম্লান হবে না । কারন আমাদের কৃষক,শ্রমিক, মাঝি মাল্লা থেকে শুরু করে দেশের প্রতিটি বাঙালী সংগীতের সঙ্গে যুক্ত।
বাংলাদেশ সংগীত পরিষদের সভাপতি রেহানা আশিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে কবি কাজী রোজী এমপি, অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম, কামাল লোহানী, সুরকার আজাদ রহমান, শিল্পী ফেরদৌসি রহমান, শিল্পী সৈয়দ আব্দুল হাদী, সংগীত পরিচালক শেখ সাদী খান এবং বাংলাদেশ সংগীত পরিষদের মহাসচিব ফেরদৌস হোসেন ভূঁইয়া বক্তৃতা করেন।

বাংলাদেশ