পিরোজপুরের করচা নদীতে অভিযান চালিয়ে বিভিন্ন ধরনের মোট ৭৬ হাজার মিটার জাল জব্দ করা হয়েছে। জব্দকৃত জালের মূল্য আনুমানিক ৩২ লাখ টাকা।
বুধবার র্যাব, জেলা মৎস অফিস ও কোস্টগার্ড এ অভিজান চালায়। জব্দকৃত এসব জালের মধ্যে ৬০টি কারেন্ট জাল, ১৫টি বেহুন্দী জাল, ৪টি চরগড়া জাল ও ৭টি জগৎবের জাল রয়েছে।
জেলা সিনিয়র মৎস কর্মকর্তা তপন কুমার ব্যাপারী জাল জব্দের বিষয়টি নিশ্চিত করেছেন।
পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জীব দাশের উপস্থিতিতে জালগুলো পুড়িয়ে ফেলা হয়।