বিমানবন্দরসহ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আন্তর্জাতিক মানবপাচারকারী চক্রের ২৪ সদস্যকে আটক করেছে র্যাব। পাশাপাশি অবৈধভাবে মালয়েশিয়া পাচারকালে ১০ জন এবং লিবিয়া ফেরত ২৭ জন ব্যক্তিকে উদ্ধারও করা হয়েছে।
বুধবার রাতে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমান পাসপোর্ট, জাল ভিসা, জাল ভিসা তৈরির সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।
এক ক্ষুদে বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের লিগ্যাল ও মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান। তিনি জানান, সকাল ১১টায় সংবাদ সম্মেলন করে এবিষয়ে বিস্তারিত জানানো হবে।