উত্তর কোরিয়ার সর্বশেষ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ নিয়ে জরুরি বৈঠকে বসছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ।
পিয়ংইয়ংয়ের সর্বশেষ চারটি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পর যুক্তরাষ্ট্র ও জাপানের অনুরোধে বুধবার স্থানীয় সময় সকাল ১০ টায় এ বৈঠক হওয়ার কথা রয়েছে। উৎক্ষেপণ করা এসব ক্ষেপণাস্ত্রের মধ্যে তিনটি জাপান সাগরে পড়েছে।
উত্তর কোরিয়ার একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষার এটি ছিল সর্বশেষ ঘটনা। যেকোন ধরনের ক্ষেপনাস্ত্র পরীক্ষা চালানোর ক্ষেত্রে জাতিসংঘের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও দেশটি এসব ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে।
টুইটারে এক বার্তায় মার্কিন রাষ্ট্রদূত নিকি হলে জানান, উত্তর কোরিয়া এ ধরনের ‘ধ্বংসাত্মক কর্মকান্ড’ অব্যাহত রাখলে বিশ্ব তা মেনে নেবে না।