জয়ের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ দল। ১৪ ওভার শেষে এক উইকেটে ৫১ রান করেছে তারা। ব্যাট করছেন শুকতারা রহমান ও ফারজানা হক পিঙ্কি।
দলের ১২ রানে আয়শা আক্তার ক্যাচ আউট হন। ১৪ বলে ৯ রান করেছেন তিনি।
বিকেএসপির দুই নম্বর মাঠে আগে ব্যাট করে ৭৮ রানে অলআউট হয়েছে যুক্তরাষ্ট্র। জয়ের জন্য বাংলাদেশকে করতে হবে ৮৯ রান।
যুক্তরাষ্ট্রের পক্ষে ডরিস ফ্রান্সিস ২৩, শিবানি ভাস্কর ১৩, দুর্গা দাস ১১, দেলকাশ শাহরিয়ারিয়ান ৪ রান করেন।
খাদিজা তুল কুবরা চার উকেট পেয়েছেন। প্রতিযোগিতায় জাতীয় দলের পক্ষে সবচেয়ে ধারাবাহিক বোলিং করছেন ডানহাতি এই অফ স্পিনার। গ্রুপ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৪টি, আয়ারল্যান্ডের বিপক্ষে ৬টি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি এবং শ্রীলঙ্কার বিপক্ষে একটি উইকেট শিকার করেছেন।
খেলায় একটি করে উইকেট নিয়েছেন সালমা খাতুন, জাহানারা আলম, শুকতারা রহমান, রুমানা আহমেদ ও সাথীরা জাকির।
এই ম্যাচের জয়ী দল ওয়ানেড মর্যাদা পাবে। প্রতিপক্ষের যা রান তাতে বলে দেওয়া যায় ওয়ানডে দলের স্বীকৃতি পেতে যাচ্ছে বাংলাদেশ।
ওয়ানেড মর্যাদা পেলে ২৬ নভেম্বরের ম্যাচ থেকেই তা কার্যকর হবে। পরবর্তী বিশ্বকাপের বাছাই প্রতিযোগিতা পর্যন্ত ওয়ানেড মর্যাদা বহাল থাকবে। আইসিসি মিডিয়া ম্যানেজার লুসি বেঞ্জামিন জানিয়েছেন প্রতিবছর অন্তত তিনটি করে ওয়ানডে এবং সমান সংখ্যক টি-টোয়েন্টি ম্যাচ খেলতে হবে।