পানামায় রোববার একটি বাস মোড় নেয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে মহাসড়ক থেকে গভীর খাদে ও তারপর নদীতে পড়ে অন্তত ১৬ জন নিহত ও ৩৫ জন আহত হয়েছে। দেশটির কর্তৃপক্ষ একথা জানিয়েছে।
পানামার বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তা জোস ডোন্ডেরিস বলেন, বাসটি ক্যারিবিয়ান সাগর উপকূলীয় প্রদেশে বোকাস ডেল তোরো প্রদেশ থেকে রওয়ানা দিয়ে প্রশান্ত মহাসাগর উপকূলীয় শহর চামের একটি খামারে যাচ্ছিল। স্থান দুটির দূরত্ব সাত ঘন্টা। গ্রিনিচ মান সময় ১৯০০টার দিকে পানামা সিটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কোক্লে প্রদেশের অন্টনের সিয়েনাগা ভিয়েজার কাছে দুর্ঘটনাটি ঘটে।
তিনি আরো বলেন, ‘দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। বাসটির ভেতরে যে অংশে চালক ও অন্যান্য যাত্রীদের আসন রয়েছে সেটা দুমড়ে মুচড়ে গেছে। সেখানে বেশ কয়েকজন যাত্রী আটকা পড়েছে।’
ডোন্ডেরিস বলেন, আহতদের মধ্যে অনেক অবস্থাই গুরুতর।
এর আগে তিনি এই দুর্ঘটনায় ১০ জন নিহত হওয়ার খবর জানিয়েছিলেন।
ঘটনাস্থলে হেলিকপ্টার ও অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে।