ঢাকা হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২ কেজি ওজনের ২০টি সোনার বারসহ দু’যাত্রীকে আটক করা হয়েছে।
রোববার দিবাগত রাতে কাস্টমস কর্মকর্তারা এসব সোনার বারসহ তাদের আটক করে।
আটকরা হলেন, রুবেল হোসেন ও রমন চন্দ্র সাহা। তাদের লাগেজে থাকা ৪টি চার্জার লাইটে মেটাল দিয়ে প্যাচানো অবস্থায় এসব সোনার বার উদ্ধার করা হয়। আটককৃত সোনার বর্তমান বাজার মূল্য প্রায় ৮৮ লাখ টাকা।
ঢাকা কাস্টমস হাউজের সহকারী কমিশনার (এসি) আহসানুল কবির বাসসকে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রোববার দিবাগত রাত সোয়া ১১টার দিকে রিজেন্ট এয়ারওয়েজের ( আরএক্স-৭৮৫) নম্বরের বিমানটি সিঙ্গাপুর থেকে ঢাকা হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ বিমানের যাত্রী ছিলেন রুবেল হোসেন ও রমন চন্দ্র সাহা। তারা বিমান থেকে নেমে গ্রিন চ্যানেল পার হয়ে তড়িগড়ি করে বের হচ্ছিল। এসময় ঢাকা কাস্টমস হাউজের কর্মকর্তারা স্ক্যানিং মেশিনে পরীক্ষা করে দুজন যাত্রীর লাগেজে থাকা ৪টি চার্জার লাইটে মেটাল দিয়ে প্যাচানো অবস্থায় এসব সোনার বার উদ্ধার করে।
আটককৃত সোনা কাস্টমস’র হেফাজতে আছে।
এ ঘটনায় বিমানবন্দর থানায় তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়।
তাদেরকে বিমানবন্দর থানা পুলিশে সোর্পদ করা হয়েছে।