জলবায়ু পরিবর্তনের ভয়াবহতার শিকার বাংলাদেশ : ড. আলাউদ্দিন

জলবায়ু পরিবর্তনের ভয়াবহতার শিকার বাংলাদেশ : ড. আলাউদ্দিন

প্রধানমন্ত্রীর শিক্ষা, সমাজ উন্নয়ন ও রাজনীতি বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. আলাউদ্দিন আহমেদ বলেছেন, জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে তেমন কোনো ভূমিকা না থাকা সত্ত্বেও উন্নত দেশের কারণে জলবায়ু পরিবর্তনের ভয়াবহতার শিকার হচ্ছে বাংলাদেশ।

বুধবার সকাল ১১টায় রাজধানীর লেকসোর হোটেলে আয়োজিত ‘ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড নন ট্র্যাডিশনাল সিকিউরিটি’ বিষয়ক জাতীয় সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশসহ বিশ্বের সকল দেশের নিরাপত্তা হুমকির সন্মূখীন হচ্ছে জলবায়ু পরিবর্তনের কারণে। বাংলাদেশের পানি, স্বাস্থ্য, খাদ্য নিরাপত্তা, স্থানান্তর জলজ ও জীববৈচিত্র্যের ক্ষতি মূলত জলবায়ু পরিবর্তনের কারণেই হচ্ছে।

তিনি আরো বলেন, কার্যকর জলবায়ু পরিবর্তনের পদক্ষেপই পারে সম্ভাব্য এ ক্ষতি থেকে বাংলাদেশসহ বিশ্বের অন্যান্য ঝুঁকিপূর্ণ দেশগুলোকে রক্ষা করতে।

সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস ফর সিকিউরিটিজ অ্যান্ড স্ট্যাডিজ (বিআইপিএসএস) ও  কনরাড এডেনার স্টিফ স্টাং ( কেএএস)।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিফস’র প্রেসিডেন্ট মেজর জেনারেল মুনিরুজ্জামান (অব.)  ও কেএএস’র ডেলিগেশন লিডার টমিসলাভ ডেলিনিক।

বাংলাদেশ