‘২৫ মার্চ গণহত্যা দিবস’ চলতি অধিবেশনেই : নাসিম

‘২৫ মার্চ গণহত্যা দিবস’ চলতি অধিবেশনেই : নাসিম

চলতি জাতীয় সংসদ অধিবেশনেই ২৫ মার্চ গণহত্যা দিবস হিসেবে গৃহীত হবে বলে আশা প্রকাশ করেছেন ১৪ দলীয় জোটের মুখপাত্র মোহাম্মদ নাসিম।

সোমবার ধানমন্ডিস্থ আওয়ামী লীগের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের এক বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এই আশা প্রকাশ করেন।

তিনি বলেন, ২৫ মার্চকে গণহত্যা দিবস হিসেবে ঘোষণা করার জন্য জাতীয় সংসদে পাস করার দাবি উঠেছে। আমরা আশা করছি আগামী ১১ মার্চের সংসদ অধিবেশনেই প্রস্তাবের প্রেক্ষিতে ২৫ মার্চকে গণহত্যা দিবস হিসেবে গৃহীত করা হবে।

সংবাদ সম্মেলনে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, আমরা ২৫ মার্চকে গণহত্যা দিবস হিসেবে ঘোষণার দাবি করছি। আশা করি ১১ তারিখে জাতীয় সংসদে এ প্রস্তাব গৃহীত হবে।

জাতীয় পার্টি (মঞ্জু) মহাসচিব শেখ শহিদুল ইসলাম খান ও সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়াও বলেন, আসন্ন সংসদ অধিবেশনে ২৫ মার্চ গণহত্যা দিবস হিসেবে গৃহীত হবে বলে আশা প্রকাশ করেন।

বিএনপি নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে জানিয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য স্বাস্থ্যমন্ত্রী নাসিম বলেন, নির্বাচন পরিচালনা এবং নির্বাচনকালীন সরকার নিয়ে সংবিধানের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। সংবিধান অনুযায়ী নির্বাচনকালীন সরকারের প্রধান হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শেখ হাসিনার অধীনে কেয়ামত পর্যন্ত বিএনপি নির্বাচনে যাবে না দলটির নেতাদের এমন বক্তব্যের জবাবে নাসিম বলেন, নির্বাচনে আসা না আসা রাজনৈতিক দলের ব্যপার। এই নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য বিএনপি বিভিন্ন ধরনের কথা বলছে। সংবিধানের বাইরে অসংবিধানিক যে কোনো শক্তি প্রতিহত করতে ঐক্যবদ্ধ ১৪ দলীয় জোট।

ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা আ ফ ম বাহাউদ্দিন নাছিম, আফজাল হোসেন, বিপ্লব বড়ুয়া, এসএম কামাল হোসেন, ওয়ার্কার্স পার্টির ফজলে হোসেন বাদশা, সাম্যবাদী দলের দিলীপ বড়ুয়া, জাতীয় পার্টি-জেপির শেখ শহীদুল ইসলাম, কমিউনিস্ট কেন্দ্রের ওয়াজেদুল ইসলাম খান, গণ-আজাদী লীগের এস কে শিকদার, তারিকত ফেডারেশনের এমএ আউয়াল ও গণতন্ত্রী পার্টির শাহাদাৎ হোসেন প্রমুখ।

বাংলাদেশ