স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল রাজশাহী যাচ্ছেন মঙ্গলবার। দুই দিনের সরকারি সফরে রাজশাহী যাচ্ছেন তিনি। সেখানে মঙ্গলবার মন্ত্রী নবনির্মিত শাহমখদুম ও পবা থানা ভবন উদ্বোধন করবেন। এ নিয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন তিনি।
সরকারি এক তথ্য বিবরণীতে সোমবার সকালে এ তথ্য জানানো হয়।
এতে জানানো হয়, সফরের দ্বিতীয় দিন বুধবার রাজশাহীর মাদরাসা মাঠে সন্ত্রাস ও জঙ্গিবাদ দমন এবং ধর্মীয় সম্প্রীতি বিষয়ক মতবিনিময় সভায় অংশ নেবেন স্বরাষ্ট্রমন্ত্রী। ওই দিনই তার রাজশাহী ত্যাগ করার কথা।
এদিকে, রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ইফতেখায়ের আলম বলেন, মঙ্গলবার বিকেল ৪টার দিকে নবনির্মিত শাহমখদুম থানা ভবন উদ্বোধন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী। এর আগে পবা থানা ভবন উদ্বোধনের কথা রয়েছে।
এছাড়া বুধবার সকাল ১০টায় নগরীর সরকারি মাদরাসা মাঠে সন্ত্রাস ও জঙ্গিবাদ দমন এবং ধর্মীয় সম্প্রীতি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। রাজশাহী মহানগর পুলিশের আয়োজনে এতে প্রধান অতিথি থাকবেন মন্ত্রী।
সংশ্লিষ্টরা জানান, দেশজুড়ে ১০১টি থানা কমপ্লেক্সের মধ্যে এ দুটি থানা ভবন নির্মিত হয়েছে। ছয়তলা বিশিষ্ট শাহ মখদুম থানা কমপ্লেক্স নির্মাণে ব্যয় হয়েছে ৮ কোটি ২০ লাখ টাকা।
শাহ মখদুম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান জানান, অত্যাধুনিক এ ভবনে রয়েছে প্রাপ্তবয়স্ক পুরুষ ও নারী হাজতখানা এবং শিশু ছেলে ও মেয়েদের আলাদা হাজত খানা। রয়েছে চারটি পুরুষ ও মহিলা ব্যারাক। ভবনের পাঁচ তলায় নারী ও পুরুষের একটি করে এবং ছয়তলাতেও নারী ও পুরুষের পৃথক পৃথক ব্যারাক রয়েছে।
অন্যদিকে, নওহাটা পৌরসভার প্রাণকেন্দ্রে রাজশাহী-নওগাঁ মহাসড়ক ঘেঁষে নির্মাণ করা হয়েছে পবা থানা কমপ্লেক্স। চারতলা এ ভবন নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ৬ কোটি টাকা।
পবা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল কুমার চক্রবর্তী জানান, নবনির্মিত ভবনে রয়েছে চারটি হাজতখানা, পৃথক পুরুষ ও মহিলা ব্যারাক, কনফারেন্স রুম, ওজুখানাসহ নামাজ ঘর, দুইটি পোস্ট বা টং ঘর। এছাড়াও রয়েছে আবাসিক সুবিধা ও খোলামেলা প্রশস্ত লবি। উদ্বোধনের অপেক্ষায় থাকা ভবন দুটি এরই মধ্যে সাজানো হয়েছে দৃষ্টিনন্দন করে।