ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র পদে নির্বাচনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন প্রয়াত মেয়র মোহাম্মদ হানিফের ছেলে সাঈদ খোকন।
বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা মহানগর নাট্যমঞ্চে স্থাপিত নির্বাচন কমিশনের অস্থায়ী কার্যালয় থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। খোকন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।
মনোনয়নপত্র সংগ্রহের পর সাংবাদিকদের খোকন বলেন, ‘বহুল আকাঙ্ক্ষিত ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করতে পেরে আমি আনন্দিত।’
দলীয় সমর্থন বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আশা করি, দলের সমর্থন ঢাকাবাসী ও আমার পক্ষে থাকবে।’
বুধবার মধ্য রাতের মধ্যে প্রচারণামূলক পোস্টার সরানোর জন্য নির্বাচন কমিশনের নির্দেশনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি নিজেই পোস্টার সরানোর কাজ শুরু করেছি। নেতা-কর্মীদেরও পোস্টার সরাতে বলেছি। ইতোমধ্যে সরানোর কাজ শেষ হয়েছে। তবে অলি-গলিতে কিছু থেকে যেতে পারে। তাও সরানো হবে।’
‘বিরোধী দলের অংশগ্রহণে উসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হোক,’ প্রত্যাশা করেন সাঈদ খোকন।
নির্বাচনে কোনো আতঙ্ক আছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘অনেক সন্ত্রাসী নির্বাচনে আগ্রহী হয়ে পড়েছে। এতে নগরবাসী আতঙ্কিত, আমিও খানিকটা চিন্তিত।’
মনোনয়নপত্র সংগ্রহকালে উইস্থিত ছিলেন সাঈদ খোকনের মা ফাতেমা হানিফ, স্ত্রী ফারহানা সাঈদ, ঢাকা মহানগর আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক নজিবুল হক সরদার প্রমুখ।
এদিকে, সহকারী রিটার্নিং অফিসার রাশেদুল ইসলাম বলেন, সুষ্ঠুভাবে মনোনয়নপত্র বিতরণের কাজ চলছে। কোনো রকম সমস্যা হচ্ছে না। প্রার্থীরা নির্বাচনী আইন মেনেই মনোনয়নপত্র সংগ্রহ করছেন।
নির্বাচন কমিশন ঘোষিত সময় অনুযায়ী আগামী ২৪ মে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৯ এপ্রিল, যাচাই-বাছাই হবে ২২ ও ২৩ এপ্রিল এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২ মে।